শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
স্বামীর মুখে বিষ ঢেলে হত্যা, স্ত্রী সন্তান আটক
আতিকুল ইসলাম, সাভার (ঢাকা)
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩, ৭:০৫ PM
সাভারের আশুলিয়ায় চাঞ্চল্যকর আতিয়ার রহমান (৫১) হত্যাকাণ্ডের মূলহোতাসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন সিপিসি-২, র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খাঁন। এর আগে আজ দীর্ঘ গোয়েন্দা নজরদারী ও তথ্য প্রযুক্তির ভিত্তিতে দুই জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, মোছা. দুলালী বেগম (৪৫) ও মো. সজিব মিয়া (২৩)। দুলালী বেগম আতিয়ারের স্ত্রী ও সজিব তার সন্তান। তারা সবাই আশুলিয়ার জাসগড়া এলাকায় বসবাস করতেন।

র‌্যাব জানায়, গত ২২ মার্চ আশুলিয়ার জামগড়ার রুপায়ন মাঠে হাত-পা বাঁধা অজ্ঞাত একটি লাশ পাওয়া যায়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহত আতিয়ার রহমান (৫১) রংপুর জেলার গঙ্গাচড়া থানার উত্তর খলেয়ার হাজিপাড়া গ্রামের বাসিন্দা বলে পরিচয় শনাক্ত করেন। এ ঘটনায় র‌্যাব ছায়াতদন্ত শুরু করে। পরে আজ অভিযান পরিচালনা করে নারীসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়।

আসামিদের বরাত দিয়ে র‌্যাবের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খাঁন বলেন, নিহত আতিয়ার রহমান তার পরিবারসহ আশুলিয়ার জামগড়া রুপায়ন মাঠ এলাকায় বসবাস করতেন। তিনি একজন প্রাইভেটকার চালক। তিনি জুয়ায় আসক্ত হয়ে পারিবারিক কলহে জড়িয়ে পরেন। ঘটনার দিন আতিয়ার জুয়া খেলে টাকা হারিয়ে আবার তার স্ত্রীর কাছে গিয়ে টাকা দাবি করেন। টাকা না দিলে স্ত্রী দুলালি বেগমকে মারধর করেন। পরে আতিয়ারকে ঘুমের ওষুধ খাওয়ান স্ত্রী। আতিয়ার ঘুমিয়ে পড়লে হাত-পা বেধে তার মুখে বিষ ঢেলে দেয় দুলালী। পরে গলায় চেপে ধরে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করেন। 

এ ঘটনা ছেলে সজিবকে জানালে তারা দুইজন মিলে মরদেহ জামগড়ার রূপায়ন মাঠে ফেলে দেয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:   মুখে   বিষ   ঢেলে   হত্যা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত