জিলাপিতে কাপড়ের রঙ মেশানোর দায়ে শ্রীমঙ্গল শহরের স্টেশন রোডে অবস্থিত শাহ হোটেলকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে শাহ হোটেলকে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী রাজিব মাহমুদ মিঠুন।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সৌরভ রায় ও শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী রাজীব মাহমুদ মিঠুন বলেন, দ্রব্যমূল্য স্থিতিশীল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
বাবু/জেএম