নীলফামারীর ডোমারে ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (৮ এপ্রিল) বিকাল ৩টায় শহীদ মিজান ধীরাজ পাঠাগারের সামনে রাস্তায় উক্ত কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির আয়োজন করেন উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠন।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জহুরুল আলম। উপজেলা বিএনপির সভাপতি মো. রেয়াজুল ইসলাম কালুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামান সুমন কর্মসূচিটি সঞ্চালনা করেন।
এ সময় কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন, মিজানুর রহমান তুলু, নীলফামারী সদর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক লুৎফর রহামান শুভ,উপজেলা যুবদলের আহবায়ক ইফতেখার আলম তিতুমীর,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরানুল হক আনোয়ার, শ্রমিক দলের আহবায়ক আব্দুল হাফিজ, সদস্য সচিব লোকমান হোসেন লাবলু, পৌর যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম পাপ্পু উপজেলা ছাত্র দলের সদস্য সচিব আশরাফুল আলম আশরাফ প্রমুখ।
বক্তারা বলেন ,গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, তেল, আটাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও সার, ডিজেলসহ কৃষি উপকরণের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদ। এবং গণতন্ত্র পুনরুদ্ধার, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, বেগম খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে আজকের এই অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে।
বাবু/জেএম