বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
নড়াইলে বর্ষবরণ উপলক্ষে প্রস্তুতি সভা
জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: রবিবার, ৯ এপ্রিল, ২০২৩, ৪:১১ PM
নড়াইলে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন, অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মো. ফকরুল হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।

পহেলা বৈশাখ বাংলা নববর্ষ পালন বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। আবহমান কাল ধরে বাঙালি অধ্যুষিত জনপদে সার্বজনীন ও অসাম্প্রদায়িক এ উৎসবটি পালিত হয়ে আসছে। দেশে ১৪১৭ বঙ্গাব্দ থেকে বাংলা নববর্ষ জাতীয় ভাবে উদযাপন করা হচ্ছে। বাংলা নতুন বছরকে বরণ করে নেয়ার উৎসবে নানা আয়োজনের মধ্যে ‘মঙ্গল শোভাযাত্রা’ মানবসভ্যতার প্রতিনিধিত্বশীল সংস্কৃতি হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে। সরকারি নির্দেশ অনুযায়ী এ বছর রমজান মাস হওয়ায় বাংলা নববর্ষ ১৪২৯ এর কার্যক্রম শুধু দিনব্যাপী করা হবে। সকাল থেকে বিকেল পযর্ন্ত বৈশাখী উৎসবের আয়োজন করা হবে। পরে বিগত বছরের কার্যবিবরণী তুলে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক ফকরুল হাসান। 

এ বছর পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে উন্মুক্ত আলোচনা করেন নড়াইল জেলা প্রেসক্লাবের সভাপতি মো. খায়রুল আরেফিন রানা, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, রওশন আরা কবীর লিলি প্রমুখ, এছাড়া সভায় সংশ্লিষ্ট অনেকে বক্তব্য দেন। আলোচনা সাপেক্ষে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:   বর্ষবরণ   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত