ময়মনসিংহের ত্রিশালে শিশুদের মানসিক বিকাশের জন্য দুখু মিয়া শিশু পার্কের উদ্বোধন করা হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্মাণ করা হয়েছে দুখু মিয়া শিশু পার্ক। উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তারুজ্জামানের পরিকল্পনা ও বাস্তবায়নে নির্মিত হয়েছে পার্কটি।
শনিবার বিকেলে দুখু মিয়া শিশু পার্ক উদ্বোধন করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য আলহাজ হাফেজ মাও. রুহুল আমিন মাদানী।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তারুজ্জামান, উপজেলা আওয়মী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম মন্ডল, সাবেক যুগ্ম-আহ্বায়ক এ এন এম শোভা মিয়া আকন্দ, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বাতেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফ খান, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মাস্টার প্রমুখ।
দুখু মিয়া শিশু পার্কের ফলক উন্মোচন অনুষ্ঠান শেষে ইউএনও ফুটবল একাডেমি ও ইউএনও ক্রিকেট একাডেমি উদ্ধোধন করেন রুহুল আমিন মাদানী।
বাবু/জেএম