বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
আগৈলঝাড়ায় পুলিশের উপর হামলা
ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকিরসহ ৩ জন কারাগারে
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৯ এপ্রিল, ২০২৩, ৪:৪১ PM
বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে পুলিশের উপর হামলা করে গুরুতর আহত করা হয়েছে। এ ঘটনায় শনিবার রাতেই ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইককে প্রধান আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। 

থানা সূত্রে জানা গেছে, মামলার নামধারী আসামিরা হলেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন পাইক, বাকাল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর পাইক, বাকাল ইউনিয়ন যুব সাধারণ সম্পাদক মো. মনির হোসেন পাইক, বাকাল ইউনিয়ন আওয়ামী লীগর সাধারণ সম্পাদক মো .শহিদ পাইক, উপজেলা সেচ্ছাসেবক লীগ সদস্য সান্টু ফকির, যুলীগ নেতা মো. জিয়াউর রহমান, মো. জহিরুল ইসলাম পাইক ও রুহুল ফরিয়া। এছাড়া অজ্ঞাতনামা আরও তিন জনকে আসামি করা হয়েছে। এদের বিরুদ্ধে সরকারি কাজে বাধাদান ও পুলিশের উপর হামলার অভিযোগ আনা হয়েছে।

শনিবার সন্ধ্যায় উপজেলা সদরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে বসে উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির পাইকের পায়ে আগৈলঝাড়া থানায় কর্মরত পুলিশ কনস্টেবল ভূদেব বিশ্বাসের মটর সাইকেলের ধাক্কা লাগে। এতে ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির পাইক ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে পুলিশ সদস্যের উপর হামলা চালায়। এ সময় পুলিশ সদস্য ভূদেব বিশ্বাস নিজেকে পুলিশ পরিচয় দেওয়ার পরও হামলা চালায় তারা। হামলায় পুলিশ সদস্য ভুদেব বিশ্বাসের মাথায় রক্তাক্ত জখম হয়। 

এ সময় স্থানীয়রা আহত অবস্থায় পুলিশ সদস্যকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছে। পুলিশের উপর হামলার ঘটনায় রাতেই অতিরিক্ত পুলিশ সুপার এসএম আল বেরুনী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় শনিবার রাতেই আহত পুলিশ সদস্য ভূদেব বিশ্বাস বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন, মামলা নং-৪। ওই রাতেই পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গৈলা এলাকা থেকে উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির পাইক (৪৩),সহ যুবলীগ নেতা জিয়া ফড়িয়া (৩৫) ও ব্যবসায়ী জহিরুল পাইক(৩৮)কে গ্রেফতার করে।

রোববার সকালে গ্রেফতারকৃত তিনজনকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম ছরোয়ার সাংবাদিকদের বলেন, থানার পুলিশ সদস্য ভূদেব বিশ্বাসের উপর তারা হামলা করে আহত করেছে। পুলিশ সদস্য বাদী হয়ে থানায় মামলা দায়ের করার পর অভিযান চালিয়ে উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির পাইকসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। 

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  কারাগার  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত