মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের একদিনের বেতন দিল ভোক্তা অধিদপ্তর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৯ এপ্রিল, ২০২৩, ৫:২৫ PM আপডেট: ০৯.০৪.২০২৩ ৫:৩৫ PM

রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।রোববার (৯ এপ্রিল) সকাল ১১:৩০ মিনিটে বঙ্গবাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর অফিসার্স এসোসিয়েশন এর অনুদান এবং অধিদপ্তর কর্তৃক ইফতার আয়োজন বাতিলপূর্বক সর্বমোট ২,০০,০০০ (দুই লক্ষ) টাকার চেক বঙ্গবাজার ব্যবসায়ী সমিতির নিকট হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, সহযোগিতা কার্যক্রমে অধিদপ্তরের মহাপরিচালক জনাব এ. এইচ. এম. সফিকুজ্জামান সহ অধিদপ্তরের পরিচালক, কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি জনাব হেলাল উদ্দিন, এফবিসিসিআই এর প্রতিনিধি এবং বঙ্গবাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বর্ণিত কার্যক্রমে অধিদপ্তরের মহপরিচালক বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের  সহযোগিতা করার মাধ্যমে তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে আমাদের ক্ষুদ্র এ প্রয়াস। আমি সমাজের বিত্তবান ব্যক্তিবর্গকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আহবান জানাচ্ছি । মহাপরিচালক আরও বলেন, আমরা সহযোগিতা ও পারস্পরিক সহমর্মিতার মাধ্যমে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরের আনন্দ সকলের সাথে ভাগাভাগি করবো এই আশাবাদ ব্যক্ত করছি।

এমতাবস্থায়, বর্ণিত সহযোগিতা কার্যক্রমসহ অধিদপ্তরের সার্বিক কার্যক্রম প্রচারে সহযোগিতা করার জন্য সবিনয় অনুরোধ করা হল।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত