মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
দিনাজপুর আইনজীবী সমিতির নির্বাচন
তহিদুল-হাবিবুল্লাহ প্যানেলের নিরঙ্কুশ বিজয়
রেমিনা আকতার, দিনাজপুর
প্রকাশ: রবিবার, ৯ এপ্রিল, ২০২৩, ৫:২৬ PM
দিনাজপুর আইনজীবী সমিতির নির্বাচনে সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত অ্যাডভোকেট তহিদুল ইসলাম সরকার ও অ্যাডভোকেট আবু নইম মো. হাবিবুল্লাহ প্যানেল নিরঙ্কুশ জয়লাভ করেছে। ১৫টি পদের মধ্যে ১৫টিতেই এই প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছেন। 

শনিবার ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা এবং উৎসবমূখর পরিবেশে দিনাজপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির বাংলা ১৪৩০ সনের ভোট গ্রহণ সম্পন্ন হয়। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দিনাজপুর জেলা আইনজীবি সমিতির দ্বিতীয় তলা হলরুমে কার্যনির্বাহী কমিটির বাংলা ১৪৩০ সনের ভোট গ্রহণ সুষ্ঠুভাবে শেষ হয়। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ১৫টি পদের বিপরীতে ৩টি প্যানেলে ৪৫ জন সদস্য ভোট যুদ্ধে অংশগ্রহণ করেন।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সমর্থিত মো. হামিদুল ইসলাম, মোঃ আতাউর রহমান আতা প্যানেলের ১৫ জন, সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত মো. তহিদুল হক সরকার, আবু নইম মো. হাবিবুল্লাহ প্যানেলের ১৫ জন এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত ও জাতীয়তাবাদী ঐক্যজোট সমর্থিত এমাম আলী-খয়রাত আলী প্যানেলে ১৫ জন সহ মোট ৪৫ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহন করেন। নির্বাচনে শান্তি, শৃঙ্খলা রক্ষার্থে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবাশীষ চৌধুরৗ ও সিনিয়র সহকারী কমিশনার মীর মো. আল কামাহ্ তমাল নির্বাচন পর্যবেক্ষণ করেন। 
সকাল ১০ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একটানা ৫ ঘন্টা ভোট গ্রহণ চলে। 

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আনোয়ার কামাল ভোট গ্রহণ শেষে জানান, আইনজীবী সমিতিতে ৫৩৪ জন ভোটারের মধ্যে ৫১০ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচন পরিচালনা পরিষদের অপর দুই সদস্য ছিলেন অ্যাডভোকেট শ্রী সুভাষ চন্দ্র রায় ও অ্যাডভোকেট মো. আনারুল ইসলাম। 

গভীর রাতে প্রাপ্ত ফলাফল অনুযায়ী সভাপতি পদে সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ প্রার্থী মো. তহিদুল হক সরকার ২৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত ও জাতীয়তাবাদী ঐক্যজোট সমর্থিত প্রার্থী মো. এমাম আলী পেয়েছেন ১৪৫ ভোট এবং বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ প্রার্থী মো. হামিদুল ইসলাম পেয়েছেন ৮৮ ভোট। 

সহ-সভাপতি পদে মো. মেহেবুব হাসান চৌধুরী ২৫২ ও মো. আবু বকর সিদ্দিক (২) ২৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে অন্যান্য প্রার্থীদের মধ্যে কবির বীন গোলাম চার্লি ১৪৩, দ্বিজেন্দ্র নাথ রায় ১২১ ও আবু রুশদ হাবিব ১১৬ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে আবু নইম মো. হাবিবুল্লাহ ২৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আতাউর রহমান আতা ১৩৫ ভোট ও মো. খয়রাত আলী পেয়েছেন ১১৮ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে মো. শাহরিয়ার কবীর (কিংশুক) ২৫৬ ভোট ও রিচার্ড মুর্মু ২৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রার্থী মো. মাহফুজ আলী চৌধুরী ২১৯ ভোট, হুসনাউল-আসমা ১১২ ভোট, মো. ফিরোজ আহমেদ ৯২ ও মো. রেজাউল হক (১) ৮১ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে মো. মাসুদ রানা (২) ২২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মজনু সরদার ১৭৬ ও মো. ওয়াহিদুজ্জামান (ডায়মন্ড) ১০১ ভোট পেয়েছেন। শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে কহিনুর পারভীন চিশতি ২৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আয়শা সিদ্দিকা (রুমি) ১৩৮ ভোট ও মো. মিজানুর রহমান (২) ৮৭ ভোট পেয়েছেন। সমাজ কল্যাণ ও ধর্মীয় সম্পাদক পদে মো. তোজাম্মেল হক (লিটন) পেয়েছেন ২০৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মাইনুল আলম ১৭৭ ভোট ও দেলোয়ার হোসেন (২) ১১৪ ভোট পেয়েছেন। 

পাঠাগার সম্পাদক পদে আহম্মদ মন্ডল ২৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মাসুদ রানা (১) ১৩৩ ভোট ও দিলারা ইয়াসমিন (ইতি) ১৩০ ভোট পেয়েছেন। সদস্য পদে রেখা মনি ২৭৬ ভোট, সৈয়দ মোসাব্বির হোসেন উচ্ছাস ২৭২ ভোট, শুভ বিশ্বাস ২৬৩ ভোট, জয়ন্ত কুমার রায় (জুয়েল) ২০৯ ও নাজনিন আরা ইয়াসমিন ১৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই পদে অন্যান্য প্রার্থীদের মধ্যে আরিফ ইকবাল হাসমি ১৮৪ ভোট, মো. তোজাম্মেল হক (বকুল) ১৫৯ ভোট, মোছা. বিথীকা সরকার ১৪৭ ভোট, এসএমজি মোস্তাকিম ১৪৬ ভোট, মো. ফয়সাল ইবনে হাবিব ১১৮ ভোট, মোছা. রুনা লায়লা ১১৭ ভোট, মো. আমিনুল ইসলাম ১০৮ ভোট, মো. সাদেকুজ্জামান ১০৭ ভোট, মোছা. মিনারা ইসলাম ৯২ ভোট ও মো. তোফাজ্জল হোসেন মন্ডল পেয়েছেন ৭৬ ভোট। 

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নিরঙ্কুশ   বিজয়  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত