খাগড়াছড়ি পার্বত্য জেলার সদর উপজেলার ভাইবোনছড়া সেনাবাহিনীর এক অভিযানে অস্ত্র ও গুলিসহ ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) ২সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
শনিবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি রোড কুকিপাড়া এলাকার ২নং গাছবান প্রকল্প পাড়ায় সেনাবাহিনীর একটি টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলো, বীরেন্দ্র ত্রিপুরার ছেলে সুকেন্দু ত্রিপুরা (৩৬), অপরজন কমল ত্রিপুরার ছেলে দীপু ত্রিপুরা (১৮)। এসময় তাদের কাছ থেকে ১টি এলজি লং রাইফেল, ৪ রাউন্ড গুলি, ৪টি চাঁদা আদায় রশিদ বই এবং ১টি মোবাইল ও অন্যান্য সরঞ্জামাদিসহ হাতেনাতে আটক করা হয়। তারা সকলে ইউপিডিএফ (প্রসীত গ্রুপ) এর সশস্ত্র সদস্য বলে জানা যায়।
সূত্রে জানা যায়, খাগড়াছড়ি সদর জোনের মেজর মো. জোবায়ের মাহমুদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পরে আটককৃত সন্ত্রাসীদের ভাইবোনছড়া পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, গতকাল শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রসহ ২ সন্ত্রাসীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। আজ রবিবার (৯ এপ্রিল) খাগড়াছড়ি সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বাবু/জেএম