মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
বিচারকার্য দুর্বল হলে রাষ্ট্র দুর্বল হবে : প্রধান বিচারপতি
রুপা সুলতানা, ফরিদপুর
প্রকাশ: রবিবার, ৯ এপ্রিল, ২০২৩, ৮:৫১ PM
বিচারকার্য দুর্বল হলে রাষ্ট্র দুর্বল হবে। বিচারক ও আইনজীবীদের মধ্যে সমন্বয় সাধন করতে হবে। বিচার ব্যবস্থায় বিচারক যদি ডান হাত হয় তাহলে আইনজীবীরা হবে বাম হাত। 

ফরিদপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে ও সংগঠনের সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে আজ রবিবার ফরিদপুর বার ভবনে এক মতবিনিময় সভায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এসব কথা বলেন। 

তিনি বলেন, ফরিদপুর আদালতে গত বছর যে পরিমাণ মামলা ফাইল হয়েছে তার চেয়ে বেশি নিষ্পত্তি হয়েছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেক জেলায় বিচার প্রার্থীদের বিশ্রামের জন্য ‘ন্যায় কুঞ্জ’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন। যা ইতিমধ্যে অনেক জেলায় শুরু হয়েছে। দেশ অনেক দূর এগিয়ে গেছে, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। এ সময় তিনি ফরিদপুর বার ভবনের উন্নয়ন, ও জজকোর্ট থেকে ম্যাজিস্ট্রেট কোর্টের মধ্যে যোগাযোগের জন্য ওভারব্রীজ নির্মাণের যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা জজ আকবর আলী শেখ, স্পেশাল জেলা জজ মতিয়ার রহমান, অতিরিক্ত জেলা জজ (১) অশোক কুমার দত্ত, অতিরিক্ত জেলা জজ( ২) শিয়াবুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হাফিজুর রহমান, ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহিদ ব্যাপারী প্রমুখ। 

মতবিনিময় সভার পূর্বে ফরিদপুরে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাগণের সাথে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে জেলা জজ আকবর আলী শেখের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান বিচারপতি ন্যায়, নিষ্ঠার সাথে বিচারকার্য পরিচালনা ও মামলার জট কমানোর উপর তাগিদ দেন বলে জানা যায়।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:   প্রধান বিচারপতি   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত