যশোরের বেনাপোলে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, থান কাপড় ও বিভিন্ন প্রসাধনীসহ মো. মাহবুব শেখ (৩০) এবং মো. আ. রহিম (২২) নামে ২ চোরাকারবারিকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
আজ রবিবার দুপুরে বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় সাকিনস্থ বেনাপোল রেল স্টেশন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানার, ভবেরবেড় গ্রামের মৃত তোতা মিয়া শেখের ছেলে, মো. মাহবুব শেখ, ও ছোট আঁচড়া গ্রামের, মো. বাদশা ফকিরের ছেলে, মো. আ. রহিম।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান, যশোর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার) পিপিএম এর নির্দেশক্রমে বিশেষ অভিযানে ভবেরবেড় সাকিনস্থ বেনাপোল রেল স্টেশন এর দক্ষিণ পাশে মোড়ল বাড়ীর মোড় ঢালাই রাস্তার উপর অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, থান কাপড় ও বিভিন্ন প্রসাধনীসহ ২ জন চোরাকারবারি গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আটককৃত শাড়ি, থ্রি-পিস, থান কাপড় ও ভারতীয় বিভিন্ন প্রসাধনী সর্বমোট মূল্য-৯,১৪,৪২৫/- নয় লক্ষ চোদ্দ হাজার চারশত পঁচিশ টাকা।
বাবু/জেএম