মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
নগরকান্দায় দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ
রুপা সুলতানা, ফরিদপুর
প্রকাশ: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ১২:৫২ PM
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ফরিদপুর-২ আসনে গরিব, অসহায় মানুষদেরকে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি ও অসুস্থ রোগীদেরকে নগদ অর্থ প্রদান করলেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগের ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক কাজী আব্দুস সোবহান।

সোমবার (১০ এপ্রিল) সকাল ৯টায় ফরিদপুর-২ আসনের অন্তর্গত নগরকান্দা উপজেলা রামনগর ইউনিয়নে কুঞ্জুনগর বাজারে তিনি এ উপহার সামগ্রী নিজ হাতে গরিব,অসহায়দের মাঝে বিতরণ করেন। এসময় তিনি গরিব অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করেন।

তিনি বলেন, গরিব, অসহায় মানুষ নতুন শাড়ি কাপড়,পাঞ্জাবি পড়ে হাঁসিমুখে ঈদ উদযাপন করবে এটাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাওয়া। সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এই আনন্দ ভাগাভাগি করে নিতে আমরা ফরিদপুর-২ আসনের গরিব, দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছি। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ উপহার সামগ্রী গরিব, অসহায়দের মাঝে পৌঁছে দিচ্ছি। পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। বিতরণকালে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগের জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দুস্থ   বিতরণ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত