গাজীপুরের কালীগঞ্জ থানা পুলিশের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ এপ্রিল) বিকেলে কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উখিং মে’র ব্যক্তিগত উদ্যোগে থানা প্রাঙ্গণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ছাড়াও এ সময় অনুষ্ঠানে ইন্সপেক্টর (তদন্ত) মো. আমিরুল ইসলাম, ইন্সপেক্টর (অপারেশন) মো. সাব্বির হোসেন, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান, বাংলা টিভির সাংবাদিক রফিক সরকার, সমকালের সাংবাদিক আহাম্মদ আলী, আমাদের অর্থনীতির সাংবাদিক বিল্লাল হোসেন, থানার উপ-পরিদর্শক (এসআই), সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও থানার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ শতাধীক বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
পরে দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন থানা মসজিদের ইমাম মুফতি এমদাদুল হক।
বাবু/জেএম