নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও যৌন নিপীড়নের অভিযোগে এক বখাটে যুবককে গ্রেপ্তার করেছে কেন্দুয়া থানা পুলিশ। সোমবার (১০ এপ্রিল) দুপুরে গ্রেপ্তার ওই যুবককে নেত্রকোণা আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত যুবক হলেন, মো. লায়ন মিয়া (২২)। তিনি উপজেলার কান্দিউড়া ইউনিয়নের কুন্ডুলী (বেজগাতী) গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
ওসি জানান, এ ঘটনায় স্কুলছাত্রীটির বাবা বাদী হয়ে রবিবার (৯ এপ্রিল) রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ও মামলার বরাতে জানা গেছে, গত দুই বছর ধরে একই গ্রামের প্রতিবেশী ওই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল বখাটে লায়ন মিয়া। ছাত্রীর বাবা বখাটে লায়নের পরিবারকে বিষয়টি কয়েকবার জানালেও এতে তারা কর্ণপাত করেনি। স্কুলে যাওয়া-আসার পথে বখাটে লায়ন নানা রকমে উত্ত্যক্ত ও যৌন নিপীড়ন করার ফলে এক পর্যায়ে ছাত্রীটির লেখাপড়া বন্ধ করে দেয় পরিবার। এ অবস্থায় বাড়িতে থেকেও বখাটে লায়নের কবল থেকে মুক্তি মিলেনি তার।
এরই মধ্যে গত শনিবার (৮ এপ্রিল) রাত ৯টার দিকে বখাটে লায়ন তার কামনা চরিত্রার্থ করার লক্ষে তারাবির নামাজ চলাকালে ওই স্কুলছাত্রীকে তাদের ঘর থেকে বের করতে টানাহেঁচড়া শুরু করে। পরে তার ডাক-চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে গেলে বখাটে লায়ন পালিয়ে যায়।
বাবু/জেএম