শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
বদলে গেলো আম্পায়ারের সিদ্ধান্ত, রেগে আগুন মাশরাফি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ২:৪৫ PM আপডেট: ১০.০৪.২০২৩ ২:৫১ PM
প্রিমিয়ার লিগে আবার খলনায়কের ভূমিকায় অবতীর্ণ হলেন আম্পায়ার। বিকেএসপির ৩ নম্বর মাঠে আজ মুখোমুখি হয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ এবং প্রাইম ব্যাংক। এই ম্যাচেই আম্পয়ারের বিতর্কিত সিদ্ধান্তে রেগে গেলেন লিজেন্ডস অব রূপগঞ্জ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। কিছুটা মেজাজ হারিয়ে প্রকাশ করেছেন নিজের অসন্তুষ্টিও।

প্রতিপক্ষ প্রাইম ব্যাংক তখন ব্যাকফুটে। চরম চাপে। ৩৪ রানেই খোয়া গেছে ৪ উইকেট। এরমধ্যে আম্পায়ার গাজী সোহেলের এক আউটের সিদ্ধান্ত বদলে দেয়ার কারণে চরম অসন্তুষ্ট লিজেন্ডস অব রুপগঞ্জ শিবির। আম্পায়ারের সিদ্ধান্ত বদলে দেয়ার কারণে উইকেটরক্ষক ইরফান শুক্কুর ও অধিনায়ক মাশরাফি ক্ষোভে ফেটে পড়লেন।

বিকেএসপি ৩ নম্বর মাঠে হওয়া এ খেলায় মাশরাফির বলে প্রথমে প্রাইম ব্যাংক মিডল অর্ডার আল আমিন জুনিয়রকে কট বিহাইন্ডের সিদ্ধান্ত দেন আম্পায়ার গাজী সোহেল। মাশরাফির বলে অনসাইডে পরাস্ত প্রাইম ব্যাংক মিডল অর্ডার আল আমিন জুনিয়রের ব্যাট ফাঁকি দিয়ে বল চলে যায় উইকেটরক্ষক ইরফান শুক্কুরের গ্লাভসে।

সমস্বরে আবেদন জানান রূপগঞ্জের ক্রিকেটাররা। আবেদনের প্রেক্ষিতে প্রথম কট বিহাইন্ড-এর সিদ্ধান্ত দিয়ে আঙ্গুল তুলে দিলেন আম্পায়ার গাজী সোহেল।
পরে লেগ আম্পয়ার সাজেদুলের সাথে কথা বলে আম্পায়ার গাজী সোহেল সিদ্ধান্ত পাল্টে নট আউটের ঘোষণা দেন। বলেন, বল ব্যাটে নয়, আল আমিন জুনিয়রের থাই প্যাডে লেগে কিপারের গ্লাভসে গেছে। তাই নট আউট। তাতেই রেগে গিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান মাশরাফি। অবশ্য পরে মাশরাফির বলেই আল আমিন জুনিয়র ২ রানে কিপার ইরফান শুক্কুরের গ্লাভসেই কট বিহাইন্ড হয়েছেন।

বাবু/এ আর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  আম্পায়ার   মাশরাফি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত