সোমবার ১৪ জুলাই ২০২৫ ৩০ আষাঢ় ১৪৩২
সোমবার ১৪ জুলাই ২০২৫
কেরানীগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)
প্রকাশ: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ৪:০২ PM

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কদমতলী গোল চত্ত্বর এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল বিন করীম এ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও ফয়সল বিন করীম একাধিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অবৈধভাবে ফুটপাত দখল ও নিয়ম বহির্ভূত স্থানে সিএনজি, অটোরিক্সা, বাস, লেগুনা ইত্যাদি পার্কিং করে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে সংশ্লিষ্ট আইনে ৪৮ ব্যক্তিকে ৮৮ হাজার টাকা জরিমানা ও ২জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ঢাকার কেরানীগঞ্জের কদমতলী গোল চত্ত্বর  মোড় থেকে লায়ন শপার্স ওয়াল্ড পর্যন্ত রাস্তার দু'পাশে এ অভিযান পরিচালিত হয়।

এর আগে শুভাঢ্যা খালের দুই পাশে অবৈধ স্থাপনা ১৫ দিনের মধ্যে সরিয়ে ফেলার নির্দেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল বিন করিম ও কেরানীগঞ্জ দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি) আমেনা মারজান।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত