বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
বড় মনিরের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে ভূঞাপুরে বিক্ষোভ সমাবেশ
কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ৪:০৮ PM

টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনিরের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলার প্রতিবাদে ভূঞাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ভূঞাপুর সচেতন নাগরিক সমাজ।

সোমবার (১০ এপ্রিল) সকাল ১১ টায় বিভিন্ন জায়গা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে উপজেলা চত্বরে এসে সমবেত হয়। পরে শামসুন নাহার, লাভলী জাহান ও রনি খাতুনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইবরাহীম খাঁ সরকারি কলেজ মাঠে এক সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম তালুকদার মোহন, সৈয়দ মাসুদুল হক টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু, দুলাল হোসেন চকদার, মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম রফিক, নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন সরকার প্রমুখ। এসময় আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এ সময় বক্তারা বলেন- ওই কিশোরী মামলায় উল্লেখ করেছে সে ৩ মাসের অন্তঃসত্ত্বা কিন্তু টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খন্দকার সাদিকুর রহমান জানান, তার স্বাস্থ্য পরীক্ষায় দেখা গেছে, সে ২৪ সপ্তাহ (৬ মাসের) অন্তঃসত্ত্বা। মামলাটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যা ও ভিত্তিহীন। প্রতিপক্ষ তাকে ফাঁসানোর জন্য এই মিথ্যা মামলা করেছে। তাই অবিলম্বে এই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। বক্তারা বলেন, দুইদিন আগে বড় মনিরের বিরুদ্ধে যারা মিছিল করিয়েছে তাদের আমরা চিনি। তারা সাবধান হয়ে যান। কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান যারা গোলা পানিতে মাছ শিকার করছে তাদের দল থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত