রবিবার ২৭ জুলাই ২০২৫ ১২ শ্রাবণ ১৪৩২
রবিবার ২৭ জুলাই ২০২৫
বালিয়াকান্দিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ
মেহেদী হাসান, রাজবাড়ী
প্রকাশ: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ৬:১১ PM আপডেট: ১০.০৪.২০২৩ ৬:১২ PM

রাজবাড়ী বালিয়াকান্দিতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উদ্যোগে জনশুমারি  ও গৃহগনণা প্রকল্পের আওতায় প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট বিতরণ করা হয়।

সোমবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান দপ্তরের আয়োজন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ৩১টি স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১৯২ টি ট্যাবলেট বিতরণ অনুষ্ঠিত হয়।

বিতরণী অনুষ্ঠানে  উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা আ.লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপি। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তৃতা করেন  জেলা পরিষদ চেয়ারম্যান একে এম শফিকুল মোরশেদ আরুজ, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, ওসি আসাদুজ্জামান, উপজেলা আ.লীগ সভাপতি আব্দুল হান্নান মোল্লা প্রমুখ।

এ সময় বক্তারা বলেন জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন স্বরনীও হয়ে থাকবে। আজকে দেশের শিক্ষার মান উন্নয়নে স্কুলে স্কুলে ডিজিটাল ল্যাব করে দিয়েছেন যাতে পাঠ্যপুস্তকের পাশাপাশি প্রযুক্তির জ্ঞান অর্জন করতে পারে।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত