বুধবার ৩০ জুলাই ২০২৫ ১৫ শ্রাবণ ১৪৩২
বুধবার ৩০ জুলাই ২০২৫
কারামুক্ত হলেন হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান মামুন
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ৭:২৩ PM

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহারের মামলায় জামিন পেয়ে দীর্ঘ ২২দিন পর করা মুক্ত হয়ে নিজ কার্যালয়ে বসেছেন উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন।

সোমবার সকালে উপজেলা পরিষদ কার্যালয়ে বসেন মশিউর রহমান মামুন। এর আগে রবিবার বিকেলে কারাগর থেকে মুক্তি লাভ করেন তিনি।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন বলেন, আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়। সেই মামলায় আমাদেরকে হয়রানী করা হয়েছে। দীর্ঘ ২২দিন করাভোগ করেছি। আজ নিজ কার্যালয়ে বসেছি। জেলে না গেলে হয়তো বুঝতাম না মানুষ আমাকে কতটা ভালোবাসে। এই ঋণ ভুলার মত নয়।

জানা গেছে, গত ৭ নভেম্বর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার ও আনোয়ার হোসেন মিরুর নিকট প্রকল্পের হিসাব চায় চেয়ারম্যান মশিউর রহমান মামুন। এ নিয়ে তাদের মাঝে বাকবিন্ডা হয়। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার উপজেলা চেয়ারম্যানকে গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন অফিস ত্যাগ করে চলে যান। পরে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের সমর্থদের মধ্যে বাকবতিন্ডা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এ ঘটনাকে কেন্দ্র করে মশিউর রহমান মামুন ও মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার একে অপরের উপর হামলার অভিযোগ এনে আদালতে মামলা করেন।

এ ঘটনায় হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মামুন গত ২০ নভেম্বর হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিন পান। সেই মামলায় গত ১৯মার্চ লালমনিরহাট আদালতে হাজির হয়ে জমিন আবেদন করলে লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক ইকবাল হাসান জামিন না মঞ্জুর করে উপজেলা চেয়াররম্যানসহ ১২ জনকে কারাগরে পাঠানোর নির্দেশ দেয়। এরপর গত ৫এপ্রিল হাই কোর্ট তাদের জামিন মঞ্জুর করে।

-বাবু/এ.এস
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত