এই সরকারের (আওয়ামী লীগ) সময় ফুরিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন। তিনি বলেছেন, বর্তমানে বাংলাদেশকে একটা ভয়াবহ ও দুর্বিষহ অপশাসনের মধ্য দিয়ে চলতে হচ্ছে। আজকে বাংলাদেশের মানুষ তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত।
সোমবার (১০ এপ্রিল) রাজধানীর গোপীবাগের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে আয়োজিত অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বাবা মরহুম এম এ করিমের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
ইশরাক বলেন, গত দুইটা নির্বাচনে সরকার গঠন করতে এই সরকার এমন কোনো অপকর্ম নেই যা তারা করে নাই, আর ক্ষমতা কুক্ষিগত করতে এমন কোনো নির্যাতন নেই যা তারা এ দেশের সাধারণ মানুষের উপর করছে না। আর ক্ষমতায় থেকে দেশ থেকে হাজার হাজার টাকা লুট করে বেগম পাড়া বানাচ্ছে।
সরকার উন্নয়নের নামে মিথ্যাচারের ঢোল পেটাচ্ছে বলে দাবি করে বিএনপি এই নেতা বলেন, আরেক দিকে দেশের বহু মানুষ দুর্ভিক্ষের মধ্য দিয়ে দিনাতিপাত করছে। আর এসব সমস্যাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাংলাদেশে কোনো সমস্যাই নাই সেরকম একটি ভাব দেখাচ্ছেন তারা।
আগামী নির্বাচনে আওয়ামী লীগ আবারো জোর করে ক্ষমতায় আসার পাঁয়তারা করছে উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, আগামী দিনে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার্থে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।
বাবু/মম