শুক্রবার ১৫ আগস্ট ২০২৫ ৩১ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১৫ আগস্ট ২০২৫
যুক্তরাষ্ট্রের কেনটাকিতে বন্দুক হামলায় নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ১১:০১ PM
যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের লুইভেল শহরে বন্দুক হামলায় পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও আটজন। আজ সোমবার সকালে নগরীর ওল্ড ন্যাশনাল ব্যাংকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিবিসি।

এক বিবৃতিতে লুইভেল পুলিশ জানিয়ছে, স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে তারা বন্দুক হামলার খবর পান। পরে তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সঙ্গে সঙ্গে পাল্টা গুলি চালায় পুলিশ। এ সময় তাদের সঙ্গে ওই বন্দুকধারীর গুলি বিনিময় হয় বলেও জানানো হয়েছে।

বন্দুকধারী ব্যক্তি ওল্ড ন্যাশনাল ব্যাংকের সাবেক কর্মী বলে ধারণা করছে পুলিশ। গোলাগুলির পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ বন্দুকধারীকে মৃত অবস্থায় পায়। তিনি পুলিশের গুলিতে মারা গেছেন নাকি আত্মহত্যা করেছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলেও জানিয়েছে পুলিশ।

এদিকে আহতদের মধ্যে দুজন পুলিশ কর্মকর্তা রয়েছে বলেও জানিয়েছেন উপপুলিশ প্রধান পল হামফ্রে। তাদের মধ্যে একজনের অস্ত্রোপচার করা হয়েছে এবং তার অবস্থা গুরুতর। তিনি বলেন, পুলিশের একমাত্র লক্ষ্য ছিল সাধারণ মানুষের জীবন রক্ষা করা।

এদিকে বন্দুক হামলার খবরে এফবিআইর এজেন্টরা ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছেন বলে জানিয়েছে সংস্থাটি।

বাবু/মম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  যুক্তরাষ্ট্র   নিহত   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত