বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫ ৩০ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫
আইপিএল খেলতে চান পাকিস্তানি ক্রিকেটার
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ১০:৩৬ PM
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দিয়ে সাড়া ফেলেছেন তরুণ ব্যাটার সাইম আইয়ুব। জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগে পাকিস্তানি এই ব্যাটার ১২ ম্যাচে ৩৪১ রান করেছিলেন। এমন পারফরম্যান্সের পর তার জন্য পাকিস্তান দলের দরজাও খুলে যায়।

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও খেলেছেন তিনি। সম্প্রতি নিজের স্বপ্নের কথা খোলাসা করেছেন পাকিস্তানের এই ব্যাটার। জানিয়েছেন পরিস্থিতি স্বাভাবিক হলে বিরাট কোহলির সঙ্গে তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে চান তিনি।

তিনি বলেছেন, 'আমি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলতে চাই। আমি আইপিএলও অনুসরণ করি। তাদের জার্সি আমার খুব ভালো লাগে এবং বিরাট কোহলি তাদের হয়ে খেলেন। আইপিএলের কথা শুনলেই প্রথমে আমার মাথায় আসে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কারণ দলটির অধিনায়ক বিরাট কোহলি।'

ব্যাটার হিসেবেও কোহলিকে সেরাদের কাতারে রাখছেন সাইম। অবশ্য তাকে আইডল মানেন না বলে জানিয়েছেন তরুণ এই ব্যাটার। অবশ্য কোহলির ক্রিকেটীয় চিন্তাধারার বড় ভক্ত তিনি। বিশ্বের অন্যতম সেরা অ্যাথলেট হিসেবেও কোহলিকে সম্মান করেন এই পাক ব্যাটার।

তিনি বলেছেন, 'আমি বলতে পারবো না ব্যাটিংয়ের দিক থেকে কোহলি আমার আইডল কিনা। কিন্তু আমি তার ক্রিকেটীয় এথিক্সের বড় ভক্ত। তার তরুণ ক্রিকেটার থেকে কিংবদন্তি হয়ে ওঠার যাত্রাটা আমার অনুপ্রেরণা। বিশ্বের অন্যতম সেরা অ্যাথলেটও তিনি।'

লম্বা সময় ধরেই পাকিস্তানি ক্রিকেটাররা অলিখিতভাবে নিষিদ্ধ আইপিএলে। ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরেই কেবল দেখা গিয়েছিল পাকিস্তানি ক্রিকেটারদের। আবারও কবে পাকিস্তানি ক্রিকেটাররা আইপিএলে সুযোগ পাবেন সেটা অজানা।

বাবু/মম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  আইপিএল   পাকিস্তানি ক্রিকেট  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত