শুক্রবার ১৫ আগস্ট ২০২৫ ৩১ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১৫ আগস্ট ২০২৫
৪ দেশের ৯ হাজার অভিবাসীকে ফেরত পাঠিয়েছে কুয়েত
প্রকাশ: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ১১:০৫ PM
অবৈধভাবে বসবাস, মাদক পরিবহন ও বিক্রয়সহ বিভিন্ন অপরাধমূলক তৎপরতার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ভারত, ফিলিপাইন, শ্রীলঙ্কা ও মিসরের ৯ হাজার অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়েতের সরকার।

ফেরত পাঠানো এই অভিবাসীদের মধ্যে নারীর সংখ্যা ৪ হাজারেরও বেশি। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত এই অভিবাসীদের বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

কর্মকর্তারা আরও জানিয়েছেন, কুয়েতের ডিপোর্টেশন সেন্টারগুলোতে বর্তমানে ৭ শ’রও বেশি পুরুষ ও নারী অভিবাসী আছেন এবং আগামী ১০ দিনের মধ্যে তাদেরও ফেরত পাঠানো হবে।

অভিবাসী ইস্যুতে কঠোর হচ্ছে কুয়েত

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ কুয়েতের আয়তন মাত্র ১৭ হাজার ৮১৪ বর্গকিলোমিটার। জনসংখ্যা ৪২ লাখের কিছু বেশি। এই জনসংখ্যার মাত্র ৩০ শতাংশ কুয়েতি, বাকিরা বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসী।

খনিজ তেল উত্তোলন ও প্রক্রিয়াজাতকরণ শিল্পসহ বিভিন্ন অর্থনৈতিক খাতে শ্রমের জন্য কুয়েত নির্ভর করে এই অভিবাসীদের ওপরেই; কিন্তু সম্প্রতি এই ইস্যুতে কঠোর হচ্ছে দেশটির সরকার।

কুয়েতের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটির শাসক বা আমির বরাবর একটি প্রতিবেদন জমা দিয়েছে। সেখানে অভিবাসী নিয়ন্ত্রণে কোটা পদ্ধতি চালু এবং অন্তত ৩ লাখ অভিবাসীর ড্রাইভিং লাইসেন্স জব্দ করার সুপারিশ করা হয়েছে।

কোটা পদ্ধতি চালুর পক্ষে যুক্তি দিয়ে বলা হয়েছে, কুয়েতের জনসংখ্যা ভারসাম্যপূর্ণ করা, অভিবাসী শ্রমিকদের গুণগত মান বৃদ্ধি ও অদক্ষ শ্রমিকদের আগমণ কমাতেই এই পদ্ধতি চালু করা প্রয়োজন।

আর ড্রাইভিং লাইসেন্স বাতিলের পক্ষে বলা হয়েছে, যেসব অভিবাসীর মাসিক বেতন ৬০০ দিনারের চেয়ে কম (বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৫ হাজার ৬৮৬ টাকা) এবং বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নেই— তাদের ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হোক।

কুয়েতের সরকারি নথির তথ্য বলছে, বর্তমানে দেশটিতে প্রতি মাসে ৬০০ দিনারের কম উপার্জন করেন এবং বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নেই— এমন অভিবাসীর সংখ্যা অন্তত ৩ লাখ।

বাবু/মম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  অভিবাসী   কুয়েত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত