জেলার সার্বিক আইন-শৃঙ্খলা বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে প্রেস ব্রিফিং করেছেন জেলা পুলিশ সুপার। পবিত্র মাহে রমজান ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেছেন
মঙ্গলবার (১১ এপ্রিল) জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে মিডিয়া ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম জানিয়েছেন, গত ৭ মাসে ঘটে যাওয়া কার্যক্রমের তথ্য উপস্থাপন করেন।
১৬৩টি মাদক মামলায় ১৯২ জন আসামিকে গ্রেপ্তার এবং ৫৯২৪ পিস ইয়াবা, ৭৯৯ বোতল ফেনসিডিল, ৬০৪ গ্রাম হেরোইন, প্রায় ৪৬ কেজি গাজা, ৮৭ লিটার দেশি মদ ও ১০৮৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। ৫৯টি চুরি মামলায় ৬৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। চুরি যাওয়া ৯টি চোরাই গরু, ৫টি বাইসাইকেল, ১০টি মোটরসাইকেল, ১২টি ইজিবাইক, ২৬০টি চুরি যাওয়া মোবাইল, ১টি পিকআপ, ২টি বাস এবং নগদ ১২ লাখ ২০ হাজার টাকাসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।
এছাড়াও ৭৮৮৭টি ই-ট্রাফিক মামলায় ২কোটি ৫৬ লাখ ৫৯ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়।’ এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব এড়াতে সাইবার পেট্রলিং টিম কাজ করছে।’
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল নীলফামারী-জলঢাকা) মো. মোস্তফা মঞ্জুর (পিপিএম সেবা), জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।
বাবু/জেএম