পাবনার বেড়ায় চুরির দায়ে আটক হওয়া সানোয়ার হোসেন নামের এক যুবক পুলিশের গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে গিয়েছিল। এ ঘটনার ৪ দিন পর তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বেড়া মডেল থানা পুলিশ। আটককৃত যুবক বেড়া উপজেলাধীন মুজিববাঁধ এলাকার আয়ুব আলীর ছেলে। সে এলাকার চিহ্নিত বখাটে ও একাধিক মাদক মামলার আসামি।
জানা যায়,গত বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাত ৮টার দিকে তারাবির নামাজের সময় নতুন ভারেঙ্গা বাজারের পাশে একটি খামার থেকে নলকুপের যন্ত্রাংশ ও অন্য জিনিসপত্র চুরি করতে গিয়ে জনতার আটক হয় সানোয়ার (২২) ও তার সহযোগী শান্ত (২০)।
খবর পেয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহীন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় কিছু লোকের সুপারিশে শান্তকে ছেড়ে দিলেও সানোয়ারকে রশি দিয়ে বেধেপিকআপভ্যানে তোলেন। পথিমধ্যে চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে ওই যুবক কৌশলে পালিয়ে যায়। এএসআই আনোয়ার হোসেন বলেন,গাড়িতে তখন দুজন কনস্টেবল রাখা ছিলো, আটক যুবক হঠাৎ করে লাফ দিয়ে পালিয়ে যায়।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাদিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার পালিয়ে যাওয়া যুবককে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বাবু/জেএম