মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
মির্জাগঞ্জে দুস্থদের মাঝে কেন্দ্রীয় আ.লীগ নেতা আলী আশরাফের বস্ত্র বিতরণ
এ কেএম আল আমিন, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩, ১২:৩৯ PM

পটুয়াখালীর মির্জাগঞ্জে অসহায় ও দুস্থদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার সুবিদখালী ডিগ্রি কলেজ  প্রাঙ্গনে ও উপজেলার মাধবখালী ইউনিয়নে আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য ও বাংলাদেশ বুলেটিনের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আলী আশরাফ এক হাজার দুস্থ অসহায় নারী-পুরুষের মাঝে এক হাজার শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.জসিম উদ্দিন জুয়েল বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক সুবল চন্দ্র দেবনাথ, যুব ও ক্রীড়া সম্পাদক মো.মজিবুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জোমাদ্দার প্রমুখ। এছাড়াও উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মোহাম্মদ আলী আশরাফ তার বক্তব্যে বলেন, দেশের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান বিশ্ব নেতৃত্বের কাছে রোল মডেল। আগামী নির্বাচনে আওয়ামী লীগের নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবার প্রতি আহবান জানাই। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমি এখানে উপস্থিত হয়েছি। সবাইকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত