পিরোজপুরের নাজিরপুরে ট্রলির চাপায় কামরুল শেখ নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে পিরোজপুর-নাজিরপুর-ঢাকা সড়কের মাটিভাঙ্গা কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামরুল শেখ (৫৫) উপজেলা মাটিভাঙ্গা ইউনিয়নের দক্ষিণ মাটিভাঙ্গা গ্রামের মৃত সুলতান শেখের ছেলে। নিহতের ভাগ্নে সাবেক ইউপি সদস্য আবুল বাশার গাজী জানান, সকাল সাড়ে ৬টার দিকে তিনি স্থানীয় বৈবুনিয়া মাঠের ধান কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। কিন্তু বাড়ির থেকে কিছু দূরে পিরোজপুর-নাজিরপুর-ঢাকা সড়কের বাঘাজোড়া ব্রীজ সংলগ্ন এলাকায় আবুল কালাম আজাদের বাড়ির কাছে পৌছলে পাটগাতী গামী একটি ট্রলি কামরুল শেখকে চাপা দেয়। বিষয়টি ওই ট্রলির কিছু পিছনে থাকা এক মোটর সাইকেল চালক দেখে আমাদের জানান। আমি সেখানে গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করি।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মো. হামায়ুন কবির জানান, ঘাতক ট্রলি সনাক্ত করে আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
বাবু/জেএম