শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
নড়াইলে জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার ৪
জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩, ৮:২৪ PM
নড়াইলে জুয়ার আসর থেকে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৪ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে নড়াইল সদর থানা পুলিশ। মঙ্গলবার রাতে নড়াইল সদর উপজেলার শেখহাটি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রিয়াজুল ইসলাম (২৭), জাহাঙ্গীর আকঞ্জি (২১), সেলিম মোল্লা (৩৫) এবং মো. নুরনবী সরদার (৪৩)। সকলেই নড়াইল সদর উপজেলার শেখহাটি গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মো. ওবাইদুর রহমানের তত্ত্বাবধানে শেখহাটি ক্যাম্পের এসআই (নিঃ) টিপু সুলতান সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার দিবাগত রাতে নড়াইল সদর উপজেলার শেখহাটি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করেছে। এ সময় জুয়ার আসর থেকে নগদ ২ হাজার ৪৮০ টাকা ও জুয়ার সরঞ্জাম দুই সেট তাস, একটি চট জব্দ করা হয়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ বুলেটিনকে বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সুযোগ্য পুলিশ সুপারের নির্দেশনায় জুয়ামুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নড়াইল  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত