শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
মসজিদে ইতিকাফ অবস্থায় বৃদ্ধের মৃত্যু
মো. সাজেদুর রহমান, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩, ৭:১৩ PM আপডেট: ১৯.০৪.২০২৩ ৭:১৫ PM
নারায়ণগঞ্জে রূপগঞ্জে মসজিদে ইতিকাফ অবস্থায় জালালউদ্দিন (৭০) নামে এক ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার তারাব পৌর এলাকার মৈকুলি কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে।

জালাল উদ্দিন কিশোরগঞ্জ জেলার নান্দাইল থানার বাছোদি গ্রামে তার বাড়ি। তিনি স্বপরিবারে উপজেলার মৈকলি এলাকার সাদেক ভূঁইয়ার ভাড়াটিয়া বাড়িতে থাকতেন। পেশায় তিনি একজন ঝালমুড়ি বিক্রেতা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিশ রমজানে অন্যান্যদের সাথে মৈকলি কেন্দ্রীয় জামে মসজিদে ইতিকাফে বসেন জালালউদ্দিন। বুধবার ফজরের নামাজের পর যথারীতি ঘুমিয়ে পরেন। সকাল নয়টার দিকে ঘুম থেকে উঠেই জালালউদ্দিন হঠাৎ অসুস্থ হয়ে পরলে স্থানীরা তাকে চিকিৎসার জন্য হাসপালে নেওয়ার পথেই তিনি মুত্যুবরণ করেন।  

মৈকলি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আবুল কালাম আইয়ুব বলেন বিশ রমজান থেকে ওনি ইতিকাফে বসেছেন। বুধবার ফজরের নামাজের পর সে তার মেয়ে কোরআন খতম করেছে তার জন্য দোয়া চান। নামাজ শেষে আমি রুমে চলে যাই। সকাল ৯টার দিকে ঘুম থেকে উঠে হঠাৎ অসুস্থ হয়ে মুত্যুবরণ করেন।

মসজিদ কমিটির সেক্রেটারি হালিম ভূঁইয়া জানান, বুধবার ফজরের নামাজের পর যথারীতি জালালউদ্দিন ঘুমিয়ে পরেন। ঘুম ভাঙলে উঠেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। দুপুরে জানা যায় শেষে তার লাশ পরিবারের মাধ্যমে সমাজবাসীর সহযোগিতায় কিশোরগঞ্জে তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে তাকে দাফন করার কথা রয়েছে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রূপগঞ্জ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত