পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ঈদ পূর্ব পূর্ণমিলনী ও ঈদ সামগ্রী বিতরণ করেছেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ড. শামীম আল সাইফুল সোহাগ।
শুক্রবার বিকেল ৪টায় উপজেলার সদর ইউনিয়নের কাজির হাওলা ও বাহেরচর আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত প্রায় ৪ শতাধিক দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এদিন উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতা কর্মীদের সাথে মতবিনিময় শেষে প্রায় তিন শতাধিক কর্মীদের ঈদ উপহার প্রদান করেছেন তিনি।
মতবিনিময় সভায় কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ড. শামীম আল সাইফুল সোহাগ বলেন, উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই। শেখ হাসিনার বিকল্প নেই। তাই আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান তিনি।
পাশাপাশি পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে মাননীয় প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দিবেন, তার পক্ষে কাজ করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান এই নেতা।
বাবু/জেএম