এমডাব্লিউএফ ফুড এইড-২০২৩ শীর্ষক প্রকল্পের অধীনে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মিনহাজ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অর্থায়ণে ও দায়েমী ফাউন্ডেশনের পরিচালনায় ঈদ উপহার ও শুকনা খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার দুপুরে ১০০ অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ৭ ধরনের ১৩টি প্যাকেট শুকনো খাবারের সমন্বয়ে ১০ কেজি ওজনের একটি ফুড প্যাক বিতরণ করা হয়। প্রতিটি প্যাকে ছিল সেমাই, মুড়ি, চিড়া, ছোলা, চিনি, সুজি এবং চাল। দায়েমী ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক কর্মীরা এ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। এসময় ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
দায়েমী ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ ফয়েজী মোহাম্মদী আহমেদ উল্লাহ বলেন, যুক্তরাজ্য ভিত্তিক দাতব্য সংস্থা মিনহাজ ওয়েলফেয়ার ফাউন্ডেশন দায়েমী ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় প্রতি বছর রোহিঙ্গা শরণার্থীসহ ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় নির্বাচিত দুস্থ গরিব ও অসহায় পরিবারদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে আসছে। এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাবু/জেএম