শুক্রবার ১৫ আগস্ট ২০২৫ ৩১ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১৫ আগস্ট ২০২৫
হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩, ৮:৩৩ PM

রংপুর জেলার বদরগঞ্জ থানার চাঞ্চল্যকর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. মোশারফ হোসেন ওরফে নয়নকে (৪২) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।


শুক্রবার(২১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর দক্ষিণখান থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১ এর একটি দল।


র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র পুলিশ সুপার মো. পারভেজ রানা জানান, নিহত রেজাউল করিম (২৮) এবং আসামি মো. মোশারফ হোসেন ওরফে নয়ন (৪২) একই ওষুধ কোম্পানিতে চাকরির সুবাদে আর্থিক লেনদেনের বিরোধের সৃষ্টি হয়। এক পর্যায়ে ২০০৯ সকলের ৯ ডিসেম্বর আসামি নয়ন এবং তার সহযোগী কসাই ওরফে শফিক দুজন মিলে চাপাতি দিয়ে ভিকটিম রেজাউল করিমকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে রংপুর জেলার বদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


ঘটনায় তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা দুজন আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করেন। বিচার কার্যক্রম শেষে বিজ্ঞ বিশেষ দায়রা জজ আদালত ২০১৯ সালে মামলার রায় ঘোষণা করেন।


মামলার রায়ে পরোয়ানাভুক্ত পলাতক আসামি নয়ন এবং কসাই শফিককে আদালত মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন। ২০১৯ সালে মামলার রায় হওয়ার পর থেকে আসামি মোশারফ হোসেন নয়ন ভারতে পালিয়ে যান।


বাবু/জেএম 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  গ্রেপ্তার   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত