বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫ ৩০ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫
শিবপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩, ৮:৪৫ PM
নরসিংদীর শিবপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মনির হোসেন (২২) নামে এক শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২৫ জন যাত্রী। এদের মধ্যে চারজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শুক্রবার সকালে উপজেলার কারারচরে বৈশাখী স্পিনিং মিলের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনির হোসেন কিশোরগঞ্জ জেলার দুলাল হোসেনের ছেলে।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, সকালে গাউছিয়া থেকে শ্রমিকবাহী একটি মিনিবাস কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। অপর দিকে সিলেট থেকে একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাস ও মিনিবাস উপজেলার কারারচরে বৈশাখী স্পিনিং মিলের সামনে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় ইটাখলাগামী মুরগিবাহী একটি ভ্যানও পেছনে থেকে মিনিবাসকে ধাক্কা দেয়। এতে বাস ও মিনিবাসের সামনের অংশ একেবারে দুমড়েমুচড়ে যায়। এসময় প্রায় ২৬ জন যাত্রী আহত হয়। পরে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে পাঠায়।

সেখানে নিয়ে গেলে মনির হোসেনকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা। এদের মধ্যে চারজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বাবু/জেএম 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নিহত   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত