রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
ডোমারে সবার পাঠশালার শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)
প্রকাশ: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩, ৪:৪৯ PM
নীলফামারীর ডোমারে ‘সবার পাঠশালা শিক্ষা সম্মেলন-২০২৩’, কৃতি শিক্ষার্থী ও কৃতি সম্মাননা পুরস্কার এবং প্রতিষ্ঠানটির কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানটির আয়োজন করেন সবার পাঠশালা। কথা সাহিত্যিক ও বাংলাদেশ কাস্টমস্ এর অতিরিক্ত কমিশনার অরুণ কুমার বিশ্বাস সম্মেলণের উদ্বোধন করেন। ‘সবার পাঠশালা’র প্রতিষ্ঠাতা উপদেষ্টা দেবব্রত রায় তপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।

সম্মেলনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রংপুর কারমাইকেল কলেজের বাংলা বিভাগের ভূতপূর্ব অধ্যাপক মো. শাহ আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. লায়লা আরজুমান বানু, রংপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোতাহার হোসেন সুজন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ’র ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক সফিকুল ইসলাম, নীলফামারী সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. নুরুল আমিন।

বিশেষ অতিথি হিসেবে ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ডোমার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত