শুক্রবার ১৮ জুলাই ২০২৫ ৩ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১৮ জুলাই ২০২৫
ফরিদপুর
কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩, ৬:২৪ PM
ফরিদপুরের বোয়ালমারীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে কোপানোর ঘটনায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব। সোমবার দিবাগত রাত ৪টার দিকে বোয়ালমারীর চালিনগর এলাকায় অভিযান চালিয়ে আকাশ মোল্লা (২২) ও শাকিল মোল্লাকে আটক করা হয়। 

পরে আটককৃতদের বোয়ালমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানায়, গত ১৩ এপ্রিল অভিযুক্ত কিশোর গ্যাংয়ের ১ সদস্য অন্য একদল কিশোরকে ইংগিত করে ফেসবুকে হামলার হুমকিসহ স্ট্যাটাস দেয়।

এরই জের ধরে অভিযুক্ত কিশোর গ্যাং সদস্যরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত ১৫ এপ্রিল শনিবার রাত সাড়ে ১০টার দিকে মেলা দেখে ফেরার সময় পৌর বাসস্ট্যান্ড সংলগ্ন কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের গেটে পৌঁছালে কিশোর গ্যাং লিডারের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফিল্মি স্টাইলে হামলা করে।

এ সময় হামলাকারীরা চারদিক থেকে ঘিরে বেধড়ক পিটিয়ে বোয়ালমারী পৌরসভার দক্ষিণ কামারগ্রামের সিফাত শেখ (১৬) এবং নিয়ামুল ইসলাম নাঈম (১৫) এর মাথা, হাত ও বামপাঁজর এবং সিফাতের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় সারাদেশে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। হামলার ঘটনার পর থেকে অভিযুক্তরা পালিয়ে বেড়াতে থাকে। এ মামলার আসামিদের ধরতে র‌্যাব গোয়েন্দা কার্যক্রম শুরু করে।

এরই অংশ হিসাবে গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডারকে এম শাইখ আকতার এর নেতৃত্বে চালিনগর গ্রাম থেকে কিশোর গ্যাং এর দুই সদস্যকে আটক করে। আটককৃতরা হলো, মো. শাকিল মোল্লা (১৮) ও মো. আাকাশ মোল্লা (২২)। আটককৃতদের বোয়ালমারী থানা পুলিশের কাছে মঙ্গলবার দুপুরে হস্তান্তর করা হয়।  

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  কিশোর গ্যাং  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত