বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
গলাচিপায় মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী)
প্রকাশ: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩, ৭:০৯ PM
পটুয়াখালীর গলাচিপায় পারিবারিক পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে ১ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের কাজি কান্দা এলাকার নিম হাওলা গ্রামের বড় কাজি বাড়িতে এ ঘটনাটি ঘটেছে। গুরুতর আহত হারুন কাজি (৫৫) কে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত হারুন কাজি পেশায় একজন কৃষক। আহত হারুন কাজি হচ্ছেন নিম হাওলা গ্রামের মৃত হাতেম কাজির ছেলে। 

এ বিষয়ে শাখাওয়াত কাজী (৩২) জানান, দুপুর ২ টা ৩০ মিনিটের দিকে আমাদের পারিবারিক পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে কথাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষ পলাশ তালুকদার, মোস্তফা তালুকদার, পারভেজ তালুকদার একত্রিত হয়ে দা, লাঠি শোটা নিয়ে আমাদের উপর আক্রমণ করে। এ সময় আমার চাচা হারুন কাজিকে সামনে পেয়ে তারা এলোপাথারীভাবে মারপিট ও কোপাতে থাকে। এতে আমার চাচা হারুন কাজির বাম হাতে ছিনার উপর কোপ পড়ে রক্তাক্ত জখম হয়। আমার চাচার ডাক চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেললে এলাকাবাসী তাকে উদ্ধার করে গলাচিপা হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মো. আতাউর রহমান প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। 

এ বিষয়ে আহত হারুন কাজির ছেলে মো. ইলিয়াছ কাজি বলেন, আমরা গরিব মানুষ। আমার বাবাকে যারা নির্মমভাবে কুপিয়েছে আমি তাদের আইনের মাধ্যমে বিচার চাই। এ বিষয়ে প্রতিপক্ষ মো. পলাশ তালুকদারের কাছে জানতে চাইলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। নিম হাওলা গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মাসুম বিল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করেন।

এ বিষয়ে গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে হারুন কাজির ভাইয়ের ছেলে মো. শাখাওয়াত কাজি বাদী হয়ে গলাচিপা থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানান।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  গলাচিপা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত