আগামী নির্বাচনে অংশ নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) পরীক্ষা নিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।
বিএনপির উদ্দেশে ইসি আলমগীর বলেন, সব সময় আমাদের আহ্বান থাকবে—আপনারা নির্বাচনে অংশগ্রহণ করুন, আমাদের পরীক্ষা নিন। আমরা পরীক্ষা দিতে সব সময় প্রস্তুত। আপনারা তো আমাদের পরীক্ষাই নিচ্ছেন না। পরীক্ষা না নিয়েই আপনারা কীভাবে বুঝলেন যে আমরা অকৃতকার্য হলাম?
জাতীয় নির্বাচনের আগে পাঁচ সিটির ভোটে অধিকাংশ দল অংশ নিচ্ছে না। এটা কমিশনের প্রতি দলগুলোর আস্থাহীনতা কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ৩৯টি দলের স্থানীয় সরকারের নির্বাচন। তাদের তো স্থানীয় পর্যায়ে অফিস থাকতে হবে। সব জেলায় সব দলের তো অফিস না-ও থাকতে পারে। ছোট ছোট দলের ওই রকম অফিস নেই। তাদের প্রতিদ্বন্দ্বিতা করার মতো যোগ্য প্রার্থী না-ও থাকতে পারে। সেটা তাদের ব্যাপার।
আরেক প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, রাজনৈতিক কৌশল হিসেবে তারা (বিএনপি) বলেছে যে, নির্বাচনে অংশ নেবে না। তবে আমাদের এটা বলেনি যে, নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা থাকায় তারা নির্বাচনে অংশ নেবে না।
বাবু/মম