বুধবার ১৬ জুলাই ২০২৫ ১ শ্রাবণ ১৪৩২
বুধবার ১৬ জুলাই ২০২৫
ওসিকে ধাক্কা দেওয়ার ঘটনায় আলোচিত এএসআই সন্তু শীলকে প্রত্যাহার
কামরুজ্জামান রনি, চট্টগ্রাম
প্রকাশ: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩, ৩:২০ PM আপডেট: ২৬.০৪.২০২৩ ৪:৩৯ PM
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) সন্তু শীলের বিরুদ্ধে বিভিন্ন সময় একাধিক ওসি ও উর্ধ্বতন কর্মকর্তার সাথে চরম দুর্ব্যবহার, স্বর্ণ ছিনতাই ও মাদক ব্যবসায়ীদের সাথে সখ্যতাসহ নানান অভিযোগ উঠলেও রহস্যজনক ভাবে সবকিছু ধামাচাপা দিয়ে বহাল তবিয়তে থেকেছেন। শুধু তাই নয় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বডিগার্ড হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে সন্তু শীল আরো বেপরোয়া হয়ে উঠে। মন্ত্রীর নাম ভাঙিয়ে পুলিশের এই এএসআই এর তদবির বাণিজ্যের বিষয়টি অনেকটাই ওপেন সিক্রেট। 

সর্বশেষ গত ২০ এপ্রিল শিক্ষা উপমন্ত্রীর বডিগার্ড হিসেবে দ্বায়িত্ব পালনকালে কনুই দিয়ে গুতো মেরে চট্টগ্রাম কোতোয়ালী থানার ওসিকে আহত করার ঘটনায় এএসআই সন্তু শীলকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তবে অভিযোগ উঠলেও শেষমেশ সন্তু শীল সব ম্যানেজ করে বহাল থেকেছে। তাই এবার তার বিরুদ্ধে কঠোর কোন শাস্তি মূলক ব্যবস্থা নেয়া হবে কিনা সেটা নিয়ে খোদ পুলিশে অনেক কর্মকর্তাই সন্দিহান। যদিও সিএমপির উপ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশ বলেছেন, প্রশাসনিক কারণে এএসআই সন্তু শীলকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। অভিযোগ তদন্তে এক সদস্যের কমিটি করা হয়েছে। কাউন্টার টেরোরিজম ইউনিটের এডিসি আসিফ মহিউদ্দীন জরুরি ভিত্তিতে তদন্ত করে যত দ্রুত সম্ভব প্রতিবেদন দাখিল করবেন। তদন্ত প্রতিবেদন অনুসারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কক্সবাজার জেলার চকরিয়ার বাসিন্দা সন্তু শীল পুলিশ বাহিনীতে কনস্টেবল হিসেবে যোগ দেন৷ পরবর্তিতে পদোন্নতি পেয়ে হয়েছেন এএসআই। অভিযোগ আছে চাকরি জীবনে সন্তু শীল যেখানেই ডিউটি করেছেন সেখানেই তার উর্ধ্বতন অফিসারের সাথে দূর্ব্যবহার করেছেন। তার বিরুদ্ধে ২০১৫ সালে নগরীর হাজারী লেইনের স্বর্ণ ব্যবসায়ী দোলন বিশ্বাসের কাছে থেকে শতাধিক ভরি স্বর্ণ ছিনতাইয়ে জড়িত থাকারও অভিযোগ উঠেছিল। ২০১৮ সালে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বডিগার্ড হিসেবে দায়িত্ব পাওয়ার পর সন্তু শীল শুরু করেন ‘তদবির বাণিজ্য’। সেই সাথে তার ঔদ্ধত্যপূর্ণ আচরণ চরম পর্যায়ে পৌঁছে। ২০১৯ সালের ১৬ মে তার বিরুদ্ধে বাকলিয়া থানায় সাধারণ ডায়েরি করেছিলেন তৎকালীন ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন। মাদক আইনের ছয়টি মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করায় তার পক্ষ নিয়ে সন্তু শীল ওসি নেজামের সঙ্গে চরম দুর্ব্যবহার করেন বলে জিডিতে উল্লেখ আছে। ওসি জাহিদুল ও নেজাম ছাড়াও নগরীর আরও দু’জন সাবেক ওসি এবং একজন ট্রাফিক কর্মকর্তার সঙ্গেও এএসআই সন্তু শীল ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন বলে অভিযোগ আছে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক পুলিশ কর্মকর্তা প্রতিবেদককে জানান, যত সিনিয়র অফিসারই হোক, সে কাউকেই অপমান করতে তিনি দ্বিধাবোধ করেননি। ইতিপূর্বে বিভিন্ন সময় সন্তু শীলের বিষয়ে শিক্ষা উপমন্ত্রীকে জানানো হয়েছিলো। তবে শিক্ষা উপমন্ত্রীর ঘনিষ্ঠ কিছু সাবেক ছাত্রলীগ নেতার সাথে ব্যক্তিগত সম্পর্কের সুযোগে শিক্ষা উপমন্ত্রীর সামনে বরাবরই নিজেকে সৎ অফিসার হিসেবে উপস্থাপন করে আসছিলেন এএসআই সন্তু শীল।

তবে সেদিন পাথরঘাটা এলাকায় শিক্ষা উপমন্ত্রীর সামনেই কোতোয়ালী থানার ওসির সাথে বডিগার্ড সন্তু শীলের ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখে ওসি জাহিদুল কবিরকে বিষয়টি সিএমপি কমিশনারের কাছে অভিযোগ জানাতে বলেন শিক্ষা উপমন্ত্রী। এরপরই ওসি জাহিদুল কবীর চট্টগ্রাম জেনারেল হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়ে থানায় গিয়ে এএসআই সন্তু শীলের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেন। এরপর জাহিদুল কবির সিএমপি কমিশনারের কার্যালয়ে গিয়ে লিখিত অভিযোগ জমা দেন।

এ সকল অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে এএসআই সন্তু শীলের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  প্রত্যাহার   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত