খুলনার শীর্ষ সন্ত্রাসী ও কুখ্যাত ডাকাত দল ‘কবির বাহিনীর’ প্রধান কবির শেখকে ১টি বিদেশী পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেছে র্যাব-৬। তার বিরুদ্ধে ৩টি অস্ত্র, ২টি ডাকাতি, চাঁদাবাজি, হত্যাচেষ্টা মামলা ও দুর্ধর্ষ চুরি, নারী নির্যাতন মামলাসহ ২০টি মামলা রয়েছে। র্যাব-৬, সদর কোম্পানির একটি দল ২৫ এপ্রিল সন্ধ্যায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে খুলনা জেলার দাকোপ থানার পানখালী এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব কবির শেখ (৪২)কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামির বসতঘর তল্লাশি করে ১টি বিদেশী পিস্তল এবং ১ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
র্যাব আরো জানায়, কবির শেখ একজন কুখ্যাত চিহ্নিত সন্ত্রাসী। সে ‘কবির বাহিনী’ নামক একটি দুর্ধর্ষ ডাকাত দলের নেতৃত্ব প্রদান করে বিভিন্ন স্থানে ডাকাতি ও অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি চালিয়ে আসছিল।
বাবু/জেএম