রবিবার ৩ আগস্ট ২০২৫ ১৯ শ্রাবণ ১৪৩২
রবিবার ৩ আগস্ট ২০২৫
বগুড়ায় আকবরিয়া হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা
মাহফুজ মন্ডল, বগুড়া
প্রকাশ: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩, ৮:১০ PM
বগুড়ার সবচেয়ে পুরনো আকবরিয়া গ্র্যান্ড হোটেলে মেয়াদহীন, পচা-বাসি ও অস্বাস্থ্যকর পরিবেশ খাবার তৈরি-সংরক্ষণসহ বিভিন্ন অভিযোগে তিন লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। 

বুধবার দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এই জরিমানা করা হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল ইসলাম রিজভী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বিভিন্ন সময়ে ভোক্তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আকবরিয়া গ্রান্ড হোটেল এন্ড রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হোটেলে বাসি মিষ্টি, মাখন বিক্রয় ও সংরক্ষণ, মেয়াদহীন রসমলাই বিক্রয় করতে দেখা যায়। এমনকি আভিযানিক দল পরিদর্শনের সময় রসমালাই’র উপর মাছি পড়ে থাকতে দেখা যায়। এ ছাড়াও হোটেলে অপরিষ্কার-অপরিচ্ছন্নতা, ফ্রিজিং ব্যবস্থা নোংরা অবস্থায় পাওয়া গেছে। 

ইফতেখারুল ইসলাম বলেন, এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী হোটেল কর্তৃপক্ষকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় তাদের হোটেল ব্যবস্থাপনা উন্নত করার জন্য নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বেশ কিছু নির্দেশনা দিয়েছে তাদের। পরবর্তীতে এমন ভুল পেলে হোটেল সিলগালা করা হবে।

এ বিষয়ে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ রাসেল বলেন, নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার জন্য সব হোটেল রেস্টুরেন্টে আমরা নিয়মিত প্রশিক্ষণ দিয়ে থাকি। এসবের মধ্যে রান্না ঘরের পরিবেশ, খাবার প্রদর্শনের ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয় থাকে। আজকেও আকবরিয়া হোটেলের কর্তৃপক্ষকে এসব ব্যবস্থাপনা নিয়ে নির্দেশনা দেয়া হয়েছে। যৌথ এ অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। 

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বগুড়া  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত