শুক্রবার ১৮ জুলাই ২০২৫ ৩ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১৮ জুলাই ২০২৫
মামলাজট আমাদের চিন্তিত করেছে : প্রধান বিচারপতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩, ১০:০৪ PM
বিচারপ্রার্থীরা দীর্ঘদিন ঘুরে ন্যায়বিচার না পেলে আদালতের প্রতি তাদের আত্মবিশ্বাস হারাবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। মামলাজট চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

আজ বুধবার বেলা বিকেল সাড়ে ৩টায় টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালত এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে ন্যায়কুঞ্জ নির্মাণ স্থান পরিদর্শন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এ মন্তব্য করেন।

প্রধান বিচারপতি বলেন, মামলাজট আমাদের চিন্তিত করেছে। মামলা যেন একটা সহনীয় পর্যায়ে থাকে তার জন্য বিচারকরা চেষ্টা করে যাচ্ছেন। মামলা সহনীয় পর্যায়ে রাখতে তিনি বিচারপ্রার্থীসহ সবার সহযোগিতা চান।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আব্দুল আহাদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মাহবুবুর রহমান ও টাঙ্গাইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাউদ হাসান, জেলা প্রশাসক জসিম উদ্দীন হায়দার ও পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার প্রমুখ।

বাবু/মম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত