মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
ডোমারে হত্যা মামলার আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩, ৫:৪৪ PM

নীলফামারী জেলার ডোমারের একটি হত্যা মামলার আসামী বিটুল ইসলামকে (৪৭) গ্রেফতার করেছে র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেশন কোম্পানী-২ নীলফামারীর একটি অভিযানিক দল। বিটুল ইসলাম উপজেলার গোসাইগঞ্জ শিমুলতলী নেংড়ির মোড় গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।

শুক্রবার (২৮ এপ্রিল) রাতে পাশ্ববর্তী পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানাধীন টেপ্রীগঞ্জ ইউনিয়নের মিলন বাজার এলাকা হতে বিটুল ইসলামকে (৪৭) গ্রেফতার করে ডোমার থানায় সোর্পদ করেছে র‌্যাব। বিটুল ইসলাম সহোদর ভাই রফিকুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামী। র‌্যাব-১৩ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, বিটুল ইসলামের সহোদর ভাই রফিকুল ইসলামের (৬০) সাথে জমি জমা সংক্রান্ত বিষয়ে দির্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। দ্বন্দ্বের জেরে গত (২৩এপ্রিল) সন্ধ্যায় তাদের মধ্যে বাক বিতন্ডা শুরু হয়। উক্ত বাক বিতন্ডার মধ্যে বিটুল ইসলামের পক্ষ্যের লোকের আঘাতে রফিকুল ইসলাম ঘটনাস্থলে প্রাণ হারায়। ঘটনার পর থেকে বিটুল ইসলাম পলাতক ছিলেন। নিহতের ঘটনার প্রেক্ষিতে ডোমার থানায় ২৪ এপ্রিল একটি হত্যা মামলা রুজ্জু হয়।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত