নেত্রকোনার কেন্দুয়ায় 'প্রেরক'- এর তত্ত্বাবধানে পাঠাগার উদ্বোধন করা হয়েছে। পাঠাগারটি উদ্বোধন করেন কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ত্ব মো.কামরুল হাসান ভূঁইয়া।
শনিবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার পাইকুড়া ইউনিয়নের মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে 'প্রেরক' ফাউন্ডেশনের উপদেষ্টা সাংবাদিক কবি আয়েশ উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে পাঠাগার উদ্বোধনপূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
"জীবন যুদ্ধে ভয় নয়, আত্মহত্যা আর নয়" প্রেরকের এই শ্লোগানের আলোকে আশিফুল হক জয়ের সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.কামরুল হাসান ভূঁইয়া, পাইকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.ইসলাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু বাক্কার ভূঁইয়া ,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.আজিজুর রহমান আরজু, নাট্যকার সাংবাদিক রাখাল বিশ্বাস,কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন,মজলিশপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন চন্দ্র দেবনাথ,মানবতার ফেরিওয়ালা মামুনুল কবীর হলি, শিক্ষক আহসানুজ্জামান ইমন, প্রেরকের প্রতিষ্ঠাতা সদস্য শফিক আহম্মদ ভূঁইয়া প্রমূখ।
প্রেরকের প্রতিষ্ঠাতা সদস্য শফিক আহম্মদ ভূঁইয়া স্বাগত বক্তব্যে প্রেরকের কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আত্মহত্যা রোধ প্রেরকের প্রধান কাজ উল্লেখ্য করে তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে আরো বলেন, এটি আমার এলাকায় প্রেরকের প্রথম সেশন। আমরা সারা বাংলাদেশে মূলত আত্মহত্যা নিয়ে কাজ করছি। কি কারণে আত্মহত্যা সংগঠিত হয়, আত্মহত্যা রোধকল্পে পূর্বেই কি ধরনের পরিকল্পনা নিতে হয়,সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন পাশাপাশি সকলের সচেতনাই আত্মহত্যা কমাতে পারবে বলে তিনি জানান।
এ সময় যুব রেডক্রিসেন্ট সভাপতি ফুয়াদ হাসান ফারাবী, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হোসনে মোবারক ভুট্টো, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীলীগের সহ সভাপতি ফাহিম আজমল,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম সনি, সাংবাদিকসহ সুধীমহল উপস্থিত ছিলেন।
-বাবু/এ.এস