বুধবার ১৬ জুলাই ২০২৫ ১ শ্রাবণ ১৪৩২
বুধবার ১৬ জুলাই ২০২৫
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান
পি‌রোজপুর প্রতি‌নিধি
প্রকাশ: রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩, ৩:৪৫ PM

পিরোজপুর জেলায় অগ্নিকাণ্ডে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের মা‌ঝে চেক বিতরণ করা হ‌য়ে‌ছে। র‌বিবার (৩০ এপ্রিল) সকা‌লে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ক্ষ‌তিগ্রস্ত ৫৬জনকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ২৫ হাজার টাকা করে এ অনুদানের চেক বিতরণ করা হয়।

চেক বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট কানাই লাল বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলী, উপকারভোগী মাহবুবুল আলম ও রীনা বেগম।

পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তাঁর মানবিক মনোভাব থেকে অগ্নিদুর্গতদের জন্য ব্যক্তিগত তহবিল থেকে এ অনুদান প্রদান করেছেন। এ অনুদানের অর্থ বিকাশের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিজে উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার ইচ্ছা ছিল। কিন্তু উপকারভোগীদের অনেকের নিজস্ব বিকাশ নম্বর থাকায় তা সম্ভব হয়নি। তারপরও প্রধানমন্ত্রীর ঐকান্তিকতার নিদর্শনস্বরূপ জেলা প্রশাসনের মাধ্যমে এই অর্থ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের হাতে পৌঁছে দিতে পেরে আমরা কৃতার্থ।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত