মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫ ৩১ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
এসএসসি
লোহাগড়ায় প্রথম দিনে অনুপস্থিত ৭৯ জন
জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩, ৪:৪৬ PM আপডেট: ৩০.০৪.২০২৩ ৪:৪৮ PM
নড়াইলের লোহাগড়ায় এসএসসি ও দাখিল পরীক্ষায় এবছর ৬টি কেন্দ্রে ৫০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩৯৫৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলেও অংশ গ্রহণ করেছে ৩৮৭৪ জন। ৭৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত রয়েছে।

রবিবার (৩০ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত এসএসসি ও দাখিল পরীক্ষা ৬টি কেন্দ্রে একযোগে চলে। 

এ ব্যাপারে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর আলী বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এর আগেই যাবতীয় প্রস্ততি সম্পন্ন করা হয়েছে। জেলা শিক্ষা সম্পর্কিত সভায় যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে ছিল। সেই আলোকে আসন বিন্যাস, ট্যাগ অফিসার নিয়োগ, কক্ষ পরিদর্শক নিয়োগ, ভিজিল্যান্স টিম গঠন, মেডিকেল টিম গঠন, ম্যাজিস্ট্রেট ও পুলিশ ফোর্স নিয়োগ, যানজট নিরসন, কেন্দ্রে আশপাশে জরুরী অবস্থা জারি, প্রশ্নপত্র ও উত্তরপত্রের নিরাপত্তা বিধানসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়। 

প্রথম দিন পরীক্ষা সুন্দর পরিবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলায় কোন কেন্দ্রে শিক্ষার্থী বহিষ্কার হয় না।

বাবু/জেএম 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত