টাঙ্গাইলের কালিহাতীতে মহান মে দিবস পালন করা হয়েছে। সোমবার (১ মে) সকালে দিবসটি উপলক্ষে কালিহাতী উপজেলা শ্রমিকলীগের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিটি উপজেলা আ'লীগ কার্যালয়ের সামনে থেকে কালিহাতী বাসস্ট্যান্ড ও কলেজ মোড় হয়ে পূনরায় আ'লীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে উপজেলা শ্রমিকলীগের সভাপতি শেখ জাহিদুল ইসলাম শিপলু'র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার, উপজেলা আওয়ামীলীগের সাবেক কোষাধ্যক্ষ অজয় কুমার দে সরকার লিটন, সাবেক সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ আহমেদ রাজু, কালিহাতী পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক তালুকদার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মনিরুজ্জামান মনির, উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি সেলিম মিয়া, রশিদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক হাবিল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, কালিহাতী বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাফিজ উদ্দিন ও উপজেলা প্রকৌশল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসমত আলী সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
-বাবু/এ.এস