বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ মে, ২০২৩, ২:০১ PM

রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (১ মে) ভোর ৪টা থেকে সকাল ৯টার মধ্যে ঢাকা-খুলনা মহাসড়কে দুর্ঘটনা দুটি ঘটে।


নিহতদের মধ্যে শুধু মাহিন্দ্রাচালকের নাম-পরিচয় মিলেছে। তার নাম মিলন মন্ডল (৩৫)। তিনি রাজবাড়ী সদর উপজেলার রূপপুর গ্রামের কাদের মন্ডলের ছেলে।


আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোর ৪টার দিকে সদর উপজেলার খানখানাপুর মোস্তফা ইটভাটার কাছে গাড়িচাপায় এক ব্যক্তি নিহত হন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তার নাম-পরিচয় জানা যায়নি।


তিনি আরও জানান, অপরদিকে সকাল ৯টার দিকে গোয়ালন্দ মোড় এলাকায় মাহিন্দ্রা উল্টে চালক মিলন মন্ডল আহত হন। তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


বাবু/জেএম 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত