শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
মেহেরপুরে হত্যা মামলায় জেল-জরিমানা
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ মে, ২০২৩, ২:৫৭ PM

মেহেরপুরে পূর্ব শত্রুতার জেরে সুমন (৩৫) নামে এক ব্যক্তি হত্যা মামলায় একজনের আট বছরের জেল ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। অনাদায় আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।


মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কুমার বিশ্বাস এই রায় দেন। ১৭ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত মামলার রায় ঘোষণা করেন।

মামলায় সরকারি পক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কাজী শহিদুল হক। আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট একেএম শফিকুল আলম।


মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালে গাংনী উপজেলার কাজিপুর ব্রিজ বাজার থেকে বাইসাইকেলে ফেরার পথে সুমনকে বাটাম ও দেশি অস্ত্র দিয়ে আঘাত করে মারাত্মক জখম করে ওই গ্রামের রিফিউজি পাড়ার আবুল জাহার কাশেমের (খুশী মন্ডল) ছেলে আব্দুল আওয়াল (৪০), কাচারি পাড়ার কিয়ামত আলী ছেলে শামিরুল ইসলামসহ (৪০) কয়েক জন। স্থানীয়রা সুমনকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে। পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


এ ঘটনায় সুমনের বাবা বাদী হয়ে গাংনী থানায়  আ. আওয়াল ও শফিকুল ইসলামসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মুক্তার হোসেন আদালতে মামলার চার্জশিট দাখিল করেন।


বাবু/জেএম 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মেহেরপুর   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত