শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
বিয়ে করলেন সালমান মুক্তাদির
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২ মে, ২০২৩, ৩:২৪ PM আপডেট: ০২.০৫.২০২৩ ৩:২৭ PM

দেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’ তিনি। ভক্ত-অনুসারীরা ধরেই নিয়েছিল, সহসা ছাদনাতলায় যাচ্ছেন না এই তারকা। তার কথাবার্তায়ও সে আভাস উঠে এসেছে বারংবার। না, শেষ পর্যন্ত আর ব্যাচেলর গল্পের নায়ক হয়ে থাকলেন না তিনি। বিয়ে করে শুরু করলেন দ্বৈত জীবন!

বলা হচ্ছে, ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদিরের কথা। আচমকা বিয়ের ঘোষণা দিলেন তিনি। বিয়ের সাজে এক তরুণীর সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করে জানালেন, বাকি জীবন এই রমণীর সঙ্গেই কাটাবেন। তবে তার নাম-পরিচয় কিছু প্রকাশ করেননি সালমান।

মঙ্গলবার (২ মে) ফেসবুক পেজের ওই পোস্টে সালমান লিখেছেন, “সালমান মুক্তাদির’র সমাপ্তি- ৩০-০৪-২০২৩। সারা জীবনের জন্য আমার প্রিয় স্ত্রী।”

এদিকে সালমান নিজে ঘোষণা দিলেও বিয়ের খবরটি অনেকের বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। কেউ কেউ ধারণা করছেন, এটি হয়ত নতুন কোনও মজার কনটেন্ট! তাই বিয়ের বিষয়টি আরও নিশ্চিত হওয়ার জন্য বাংলা ট্রিবিউনের পক্ষ থেকে সালমান মুক্তাদিরকে একাধিকবার কল করা হয়। কিন্তু তিনি সাড়া দেননি।

তবে সালমান ও তার ‘স্ত্রী’ যে পোশাক পরেছেন, সেই পোশাকের ডিজাইনার সাফিয়া সাথীও বিয়ের খবরটি নিশ্চিত করেছেন। ফেসবুকে সাফিয়া লিখেছেন, ‘‘রাত সাড়ে ১২টার দিকে টেক্সট দেখি ‘কাল আমার বিয়ে এবং আমি দুপুর ২টার আগে একটি পাঞ্জাবি অথবা শেরওয়ানি চাই। আপনাদের কি রেডিমেড কিছু আছে, যেটা আমি কিনতে পারি?’ আমি তাকে তাৎক্ষণিক জিজ্ঞেস করি, তুমি বলো এটা কোনও মজা না? সে বলল, ‘না সত্যিই কাল আমার বিয়ে।’ তাদের নতুন জার্নির অংশ হতে পেরে টিম সাফিয়া খুব উচ্ছ্বসিত।’’

সালমানের বিয়ের পোস্টে তার ঘনিষ্ঠজন, কনটেন্ট ক্রিয়েটররা শুভেচ্ছা-ভালোবাসা জানিয়েছেন। উপস্থাপক রাফসান সাবাব লিখেছেন, ‘যন্ত্রণাগ্রস্থ তোমার মন-মাথা দেখা থেকে সুদর্শনা সঙ্গীর দ্বারা তোমার হৃদয় জয় করে নেওয়া দেখছি, এর চেয়ে বেশি খুশির কিছু হতে পারে না। এটা নতুন এক গল্পের সূচনা হোক। ভালোবাসা, শান্তি আর আনন্দে থাকো। শুভেচ্ছা দুজনকে।’




































কনটেন্ট ক্রিয়েটর ও শিক্ষক আয়মান সাদিক বলেছেন, ‘আমি কখনও ভাবিনি এই দিনটি দেখবো। তোমাদের আনন্দিত দেখে খুব ভালো লাগছে। দুজনের সুখি-শান্তিপূর্ণ এক যাত্রার জন্য শুভকামনা রইলো।’

উল্লেখ্য, সালমান মুক্তাদিরের ইউটিউব চ্যানেলের নাম ‘সালমান দ্য ব্রাউনফিশ’। ২০১২ সাল থেকে তিনি কনটেন্ট বানিয়ে আসছেন। ১৬ লাখের বেশি সাবস্ক্রাইবার রয়েছে তার চ্যানেলটিতে। ইউটিউব জগতে দেশের সফলতম কনটেন্ট ক্রিয়েটর তিনি। বলা হয়, তার নির্মিত কনটেন্ট দেখে কিংবা তাকে অনুসরণ করেই দেশে ইউটিউব-ফেসবুক কনটেন্ট ক্রিয়েশনের জোয়ার এসেছে। এজন্য অনেকে তাকে এই প্ল্যাটফর্মের ‘কিং’ বলে অভিহিত করেন। সালমান বেশ কিছু নাটকেও অভিনয় করেছেন।

-বাবু/এ.এস


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:   সালমান মুক্তাদির  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত