ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমের নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ মে) সকালে দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাপুর এলাকায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয় ও উপজেলা পরিসংখ্যান অফিস যৌথ ভাবে নমুনা শস্য কর্তন অনুষ্ঠানের আয়োজন করে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহানা বেগম, উপজেলা পরিসংখ্যান অফিসার শিপ্রা নাথ, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মাজহারুল ইসলাম ভুঁইয়া,সহকারী পরিসংখ্যান অফিসার শাকিল আজাদ, উপসহকারী কৃষি অফিসার জিয়াউর রহমান, ইলিনা ইয়াসমিন, হুমায়ুন কবির ও উপজেলা পরিসংখ্যান অফিসের চেইনম্যান সাবিকুন্নাহার প্রমুখ।
আখাউড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহানা বেগম বলেন, মৌসুমের শুরুতে সরকারিভাবে প্রণোদনা কর্মসূচির আওতায় এ উপজেলায় ৫ হাজারের উপর কৃষষকে পাঁচ কেজি করে উফসী ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে। ফলন বৃদ্ধিতে মাঠপর্যায়ে কৃষকদের বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করা হয়।
দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে নতুন উদ্ভাবিত জাতগুলোর কৃষকের মাঠে দ্রুত সম্প্রসারণের কোনো বিকল্প নেই। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর যে ভিশন তা সফল করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
বাবু/জেএম